আজ, ১৯ নভেম্বর, ২০২৪ খ্রি. তারিখে, জনাব মোঃ শাহিন হাসান, উপপরিচালক, পরিবার পরিকল্পনা ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (নিপোর্ট)-এ অনুষ্ঠিত পরিবার কল্যাণ সহকারীদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং লার্নিং সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ কার্যক্রমে তিনি পরিবার কল্যাণ সহকারীদের দক্ষতা উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় পরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ বিভাগ, জনাব মোঃ মতিউর রহমান মহোদয় উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারীদের তাদের দায়িত্ব পালনে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফল বাস্তবায়নে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস