আজ, ১৯ নভেম্বর, ২০২৪ খ্রি তারিখে, জনাব মোঃ শাহিন হাসান, উপপরিচালক, পরিবার পরিকল্পনা ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভাগীয় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং মাসিক প্রতিবেদনসহ তথ্যের যথাযথতা যাচাই করেন। মাঠ পর্যায়ের কর্মীদের কার্যক্রম ও দক্ষতা মূল্যায়নের পাশাপাশি তাদের প্রশিক্ষণ এবং সেবার মান উন্নয়নের দিকেও গুরুত্ব আরোপ করেন। স্থায়ী ও অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণের অংশগ্রহণ এবং সরবরাহ চেইন নিশ্চিত করার বিষয়ে তিনি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কর্মীদের সম্মুখীন চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম শক্তিশালী করার সুপারিশ করেন। এছাড়া, তিনি ইশ্বরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত মাসিক সভায় অংশগ্রহণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত সভায় পরিচালক, পরিবার পরিকল্পনা, ময়মনসিংহ বিভাগ, জনাব মোঃ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব মোঃ শাহিন হাসান ভবিষ্যৎ পরিকল্পনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান এবং সেবার মান উন্নত করতে করণীয় বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস